কুমিল্লার মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর

কুমিল্লায় পেট্রোল বোমা হামলার মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সকালে কুমিল্লা ৫ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারক মুস্তাইন বিল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে, খালেদা জিয়ার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। ২৮শে মার্চ কুমিল্লার আদালতে হাজির করার জন্য হাজিরা পরোয়ানা জারি করা হয়। তবে শারীরিক অসুস্থতার কারণে তাকে নির্ধারিত দিনে হাজির করা যায়নি।

২০১৫ সালের ৩রা ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃওরা। এতে ৮ যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। পরে এ ঘটনায় চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য এবং জামায়াত নেতা ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রধান আসামি করে ৫৬ জনের নাম উল্লেখ ২০ জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে মামলা দায়ের করা হয়। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ৬ নেতাকে হুকুমের আসামি করা হয়।

আজকের বাজার/আরজেড