প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে দলটি।

মঙ্গলবার (২৮ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সাথে যৌথ বৈঠকে এসব কর্মসূচি ঠিক করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠক শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কর্মসূচি ঘোষণা করেন।

এসব কর্মসূচির মধ্যে রয়েছে-জনসভা, আলোচনা, দলীয় পতাকা উত্তোলন, পার্টির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ।

কর্মসূচি অনুযায়ী আগামী ১ সেপ্টেম্বর সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং দেশব্যাপী দলটির কার্যালয়ে পতাকা উত্তোলন করা হবে।

পাশাপাশি সকাল ১১টায় দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতিহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন বিএনপির নেতা-কর্মীরা।

ওইদিন বেলা ৩টায় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সোহরাওয়ার্দী উদ্যান অথবা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভা আয়োজন করবে দলটি। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভারও আয়োজন করবে বিএনপি।

এছাড়া দলের সহযোগী সংগঠন এবং সকল জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করবে।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। দলটি বেশ কয়েকবার দেশ শাসন করে।

আজকের বাজার/এমএইচ