প্রথম বাংলাদেশি হিসেবে রাজ্জাকের ৫০০ উইকেট

২০১৪ সালে জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছিলেন আব্দুর রাজ্জাক। তবে জাতীয় দলের বাইরে গিয়েও ক্রিকেট থেকে ছিটকে পড়েননি ৩৫ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার। ঘরোয়া ক্রিকেটে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছেন ১৫৩ ওয়ানডেতে ২০৭ উইকেট নেয়া এ বোলার। তারই ধারাবাহিকতায় বুধবার প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ফার্স্ট ক্লাস ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তিনি। বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) বিকেএসপিতে মধ্যাঞ্চলের বিপক্ষে দক্ষিণাঞ্চলের হয়ে খেলছেন রাজ্জাক।

প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ১১৩তম ম্যাচে এ অনন্য রেকর্ডে গড়েছেন তিনি। ১১২ ম্যাচ খেলে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি এনামুল হক জুনিয়র। তার সংগ্রহ ৪৩৮ উইকেট। ৪৯০ উইকেট নিয়ে এবারের বিসিএল শুরু করেছিলেন রাজ্জাক। আগের রাউন্ডে প্রথম ইনিংসে নিয়েছিলেন ৬ উইকেট। পরে দ্বিতীয় ইনিংসে শেষদিন বিকেলে নেন আরও ৩ উইকেট। এক উইকেটের আক্ষেপ নিয়ে সেদিন মাঠ ছাড়েন তিনি।

দ্বিতীয় রাউন্ডে বল হাতে পান দ্বিতীয় দিন শেষ বিকেলে। ৩ ওভার বোলিং করে উইকেটশূন্য থাকেন। তৃতীয় দিনও মধ্যাঞ্চলের ব্যাটসম্যানরা রাজ্জাকের অপেক্ষাকে দীর্ঘায়িত করতে থাকেন। শেষ পর্যন্ত বিকেলে সাদমান ইসলামকে ৯৩ রানে আউট করে পাঁচশ উইকেটের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যান তিনি।

২০০৪ সালের ১৬ জুলাই কলোম্বোয় এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষের ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক রাজ্জাকের। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে ২০০১-২০০২ মৌসুমেই অভিষিক্ত হন তিনি। অভিষেকের পরই বাঁহাতি নজর কাড়েন রাজ্জাক। বাংলাদেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ৮ বার ম্যাচে ১০ উইকেট নেওয়ার রেকর্ডটিও তার।

আজকের বাজার: সালি / ১৭ জানুয়ারি ২০১৮