প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’র অভিযোগে মিরাক্কেল অভিনেতাকে মারধর

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘কটূক্তি’র অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও মিরাক্কেল অভিনেতা ইয়াকুব রাসেলকে মারধর করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

রোববার (১২ আগস্ট) বেলা তিনটার দিকে চবি জিরো পয়েন্ট চত্বরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার একটা অংশ এ মারধরের ঘটনা ঘটায় বলে অভিযোগ পাওয়া গেছে।

মারধরের শিকার ইয়াকুব রাসেল বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি কলকাতার জি বাংলা টিভি চ্যানেলের জনপ্রিয় কমেডি শোমিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জ-৮ এর সেরা আটে উঠেছিলেন।

ছাত্রলীগ নেতাদের দাবি, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে ‘হাসি না’ লিখে স্ট্যাটাস দিয়েছেন ইয়াকুব।

মারধরকারীরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ৬৯ গ্রুপের সদস্যা ও সাবেক সহ-সভাপতি মনসুর আলমের অনুসারী।

মারধরের পর ইয়াকুবের বন্ধুরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান।তার মাথায় গুরুতর জখম থাকায় পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)হাসপাতালে পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক ডা. শুভাশীষ চৌধুরী শুভ জানান, আহত ইয়াকুব রাসেলের মাথা বেল্টের বকলেসের আঘাতে গুরুতর জখম হয়েছে। অবস্থাগুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

চমেক হাসপাতালে আহত রাসেলের সাথে থাকা তার ছোট ভাই সোহেল জানান, ৪/৫ জন যুবক বিকাল সাড়ে ৩টার দিকে কিরিচ দিয়ে কুপিয়ে এবং চামড়ার বেল্ট দিয়ে পিটিয়েইয়াকুবকে আহত করে। চিকিৎসকরা তার মাথায় ৮টি সেলাই দিয়েছেন বলে জানান তিনি।

মারধরের বিষয়টি স্বীকার করে চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সিনিয়র সহ-সভাপতি মনসুর আলম বলেন, আমাদের নেত্রীকে নিয়ে কটূক্তি করায় ছাত্রলীগ কর্মীরা ইয়াকুব রাসেলকেপ্রতিহত করেছে। আমাদের কাছে তার কটূক্তির আরো স্ক্রিনশট আছে। নেত্রীর বিষয়ে কোনো আপস নেই। এটি চলমান প্রক্রিয়া। কটূক্তিকারীদের প্রতিহত করা হবে।

ঘটনার ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, আমরা বিষয়টি শুনেছি লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আজকের বাজার/এমএইচ