প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ায় শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

বুধবার রাতে সংসদ অধিবেশন শেষে সংসদ ভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে যান প্রধানমন্ত্রী।

এসময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, ‘সাক্ষাতে রাষ্ট্রপতি একাদশ জাতীয় সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় এবং চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ায় শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।’

রাষ্ট্রপতি বর্তমান সরকারের সার্বিক সাফল্য কামনা করেন বলেও জানান প্রেস সচিব।

এসময় উপস্থিত স্পিকার শিরীন শারমিনকে তৃতীয়বারের মতো স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান আবদুল হামিদ।

প্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী সংসদে ভাষণ দেয়ার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।’

শেখ হাসিনা রাষ্ট্রপতির সুস্বাস্থ্য কামনা করেন বলেও জানান তিনি। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ