শান্তি ও সমৃদ্ধি অর্জনে জাতীয় ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি জনগণের প্রত্যাশা পূরণের জন্য সরকারি ও বিরোধী দলসহ সকল সাংসদকে সম্মিলিতভাবে যথাযথ ও কার্যকর ভূমিকা পালনেরও আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, ‘জাতীয় ঐকমত্য ব্যতীত শান্তি ও সমৃদ্ধি স্থায়ী রূপ পেতে পারে না। গণতন্ত্রের ধারাবাহিকতা, আইনের শাসন ও অব্যাহত আর্থসামাজিক উন্নয়নের মত মৌলিক প্রশ্নে সকল রাজনৈতিক দল, শ্রেণি ও পেশা নির্বিশেষে সকলের ঐকমত্য গড়ে তোলার সম্মিলিত উদ্যোগ গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাই।’

তিনি আরও বলেন, ‘জাতীয় সংসদ দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু। স্বচ্ছতা, জবাবদিহি, পরমসহিষ্ণুতা, মানবাধিকার ও আইনের শাসন সুসংহতকরণ এবং জাতির অগ্রযাত্রার স্বপ্ন ও আকাঙ্ক্ষার সফল বাস্তবায়নে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলকেও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে।’

বুধবার সন্ধ্যায় একাদশ জাতীয় সংসদের প্রথম দিনে উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি। সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে তিনি ভাষণ শুরু করেন। যা শেষ হয় সন্ধ্যা ৭টা ২৪ মিনিটের দিকে।

রাষ্ট্রপতি তার ভাষণে অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, কৃষি, বিদ্যুৎ, বৈদেশিক সম্পর্ক, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশু উন্নয়ন, গ্রামীণ উন্নয়ন, প্রবাসী কল্যাণ, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং জন প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে বিগত সরকারের সাফল্য ও অর্জন তুলে ধরেন।

রাষ্ট্রপতির ভাষণের সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নবনির্বাচিত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী উপস্থিত ছিলেন। চিকিৎসার জন্য বিদেশে থাকায় বিরোধী দলের নেতা এইচএম এরশাদ অনুপস্থিত থাকলেও বিরোধী দলের উপনেতা জিএম কাদের এসময় উপস্থিত ছিলেন। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ