প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চায় চলচ্চিত্র ঐক্যজোট

যৌথ প্রযোজনার নামে প্রতারণা বন্ধে আন্দোলনরত দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৬টি সংগঠনের সম্মিলিত প্লাটফর্ম ‘চলচ্চিত্র ঐক্যজোট’নেতারা এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চান।

পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার জানান, এরই মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য আবেদন করা হয়েছে। জানা গেছে, যৌথ প্রযোজনার নামে বাংলাদেশে ভারতীয় চলচ্চিত্র চালানো হচ্ছে। যৌথ প্রযোজনার নামে কোন নীতিমালা মানা হচ্ছে না। এর সঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সম্পৃক্ততা রয়েছে। তাই মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানাবেন প্রধানমন্ত্রীর কাছে।

চলচ্চিত্র ঐক্যজোট অভিযোগ করছে, সেন্সর বোর্ড যৌথ প্রযোজনার নিয়ম না মেনে তৈরি হওয়া ‌‘বস টু’ ও ‘নবাব’ ছবি দুটির ছাড়পত্র দিয়েছে ঈদের আগে। ছবি দুটির ছাড়পত্র না দেওয়ার জন্য আন্দোলন করেছে চলচ্চিত্র ঐক্যজোট। কিন্তু মন্ত্রীর সমর্থনে ছবি দুটো ছাড়পত্র পেয়েছে।

আজকের বাজার: আরআর/ ০৩ জুলাই ২০১৭