প্রধান সব নদ নদীর পানি কমছে

দেশের উত্তরাঞ্চলের আপার মেঘনা অববাহিকতা ছাড়া প্রধান সব নদ নদীর পানি কমছে,যা আগামী ৩ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

দেশের পর্যবেক্ষণাধীন ১০১টি পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে, ২৮টি ,হ্রাস পেয়েছে, ৬৭ টি,অপরিবর্তিত আছে ৬ টির, বিপদসীমার উপরে ষ্টেশনের সংখ্যা ৫টি এবং বিপদসীমার উপরে নদীর সংখ্যা ৫ টি।
গত ২৪ ঘন্টায় সারাদেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে জকিগঞ্জে ৬৪ মিলিমিটার, মহাদেবপুর ৫৫ মিলিমিটার ও মনু রেলওয়ে ব্রীজ ৫০ মিলিমিটার।