প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত কেউ রেহাই পাবে না : নাহিদ

প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত কেউ রেহাই পাবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বৃহস্পতিবার ১ ফেব্রুয়ারি রাজধানীর ধানম-ি গভ. ল্যাবরেটরি হাই স্কুলে এসএসসি পরীা দেখতে গিয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।
মন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁস হয়েছে প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে পরীা বাতিল করা হবে।

তিনি বলেন, পরীা নিরাপদ রাখতে মানুষের পে যা যা করা সম্ভব, এবার তা–ই করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস করলে কেউ রেহাই পাবে না। কী হবে আমি নিজেও বলতে পারি না।

এদিকে সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার পূর্বেই ফেসবুকে প্রশ্ন ছড়িয়ে পরে। পরে মন্ত্রী বলেন, এ প্রশ্নের সঙ্গে আসল প্রশ্নের কোন মিল নেই। কিন্তু পরীক্ষা শেষে দেখা যায় বাংলা প্রথম পত্রের বহু নির্বাচনি অভিক্ষার প্রশ্নে সঙ্গে ফেসবুকে ছড়িয়ে পড়া প্রশ্নের হুবহু মিল রয়েছে।
সকাল ১০টা থেকে অভিন্ন প্রশ্নপত্রে ২০১৮ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীা শুরু হয়।

এবার ১০টি বোর্ডের ৩ হাজার ৪১২টি কেন্দ্রে পরীা অনুষ্ঠিত হচ্ছে। মোট ২৮ হাজার ৫৫১টি শিা প্রতিষ্ঠানের ২০ লাখ ৩১ হাজার ৮৯৯জন শিার্থীরা এ পরীায় অংশগ্রহণ করছে।

আজকের বাজার : আরএম/ ওএফ/ ১ ফেব্রুয়ারি ২০১৮