প্রশ্নফাঁস রোধে সরকার কঠোর পদক্ষপে নিচ্ছে

মৌলভীবাজারের কুলাউড়ার আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের ১২৫ বছর পূর্তি উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন বলেন, প্রশ্নফাঁস রোধে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে।’

তিনি আরো বলেন, দেশে চলমান শিক্ষা ব্যবস্থায় আলোচিত বিষয় হচ্ছে প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা হলে শিক্ষার্থীদের উত্তর বলে দেয়া। যা অত্যন্ত ন্যাক্কারজনক। এসবের মধ্যে থাকলে দেশ পিছিয়ে পড়বে।

বাংলাদেশ সরকারের নানা উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরে শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা মানুষ গড়ার কারিগর। আপনারা শিক্ষার্থীদের মাঝে সঠিক ও নৈতিক শিক্ষা দিন। শিক্ষার্থীদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলুন।’

প্রতিষ্ঠানের গভর্নিং বডি’র সভাপতি নবাব আলী নকী খানের সভাপতিত্বে এবং অধ্যক্ষ আব্দুল কাদিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপসচিব মো, রোকনুজ্জামান, জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মো. গোলাম রাব্বী প্রমুখ।

আজকের বাজার: সালি / ১৮ জানুয়ারি ২০১৮