প্রেফারেন্স শেয়ার ছাড়ার অনুমতি মেলেনি বারাকা পাওয়ারের

বারাকা পাওয়ার লিমিটেডকে প্রেফারেন্স শেয়ার ছেড়ে ৮০ কোটি টাকা তোলার অনুমতি দেয়নি বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।তাদের আবেদন নাকচ করে দিয়েছে নিঙন্ত্রক সংস্থাটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির বোর্ড অব ডিরেক্টর ১০ টাকা দরে ৮ কোটি প্রেফারেন্স শেয়ার ছেড়ে বাজার থেকে ৮০ কোটি টাকা তোলার সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী বিএসইসিতে আবেদন করে কোম্পানিটি।

কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকেরা সম্মিলিত ভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে না পারায় নিয়ন্ত্রক সংস্থা তাদের প্রেফারেন্স শেয়ার ইস্যু করে ৮০ কোটি টাকা তোলার অনুমতি দেয়নি।

শেয়ারগুলোর মেয়াদ নির্ধারণ হয়েছিল ৫ থেকে ৭ বছরে এবং প্রতি বছর ৮ থেকে ৯ শতাংশ ডিভিডেন্ড দেওয়া হবে বলেও সিদ্ধান্ত হয়েছিল।

রাসেল/