ফরিদপুর মেডিকেলে ডেঙ্গুতে আরেকজনের মৃত্যু

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত আরেক রোগী মারা গেছেন।

মৃত ইউনুস শেখ (৫৫) রাজবাড়ীর সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের আয়নাল শেখের ছেলে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কামদা প্রসাদ সাহা বলেন, গত ১২ আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইউনুস শেখ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। শনিবার সন্ধ্যা সাতটার দিকে হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

এর আগে সকাল সাড়ে নয়টার দিকে ওই একই ওয়ার্ডে চিকিৎসাধীন মাগুরার চাঁদপুর গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে ও স্থানীয় সত্যজিৎপুর কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র সুমন বাশার রাজ (১৮) মারা যান।

এ নিয়ে শনিবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত দুজন রোগীর মৃত্যু হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১,৪৬০ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকা শহরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২১ জন।

আগের ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ছিল ১,৭১৯ জন। তার আগে এ সংখ্যা ছিল ১,৮৮০ জন।

সরকারি হিসাব অনুযায়ী এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪০ জন মৃত্যুবরণ করেছেন। তবে বেসরকারি হিসাব অনুযায়ী, মৃতের সংখ্যা একশ ছাড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৫১,৪৭৬ জন। হাসপাতালে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৪৩,৫৮০ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৭,৮৫৬।