সূচকের উত্থানে লেনদেন শুরু হয়েছে পুঁজিবাজারে

টানা দীর্ঘ ছুটির পর আজ মঙ্গলবার সূচকের উত্তানেই লেনদেন শুরু হয়েছে দেশের উভয় পুঁজিবাজারো। লেনদেনের ২০ মিনিটে ঢাকা এক্সচেঞ্জে লেনদেন ছাড়িয়েছে ২৫ কোটি টাকা।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, এসময় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ২১৫ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ ইনডেক্স ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৯৬পয়েন্টে। ডিএস৩০ ইনডেক্স প্রায় ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৪৮ পয়েন্টে। আর এসময় মোট লেনদেন হওয়া ২০০ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ২৯ টির, বেড়েছে ১৩৫টির, আর অপরিবর্তিত রয়েছে ৩৬ টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এসময় মোট লেনদেন ছাড়িয়েছে ১ কোটি ৮৯ লাখ টাকা। সিএসইর সার্বিক মূল্যসূচক (সিএএসপিআই) বা অল শেয়ার প্রাইস ইনডেক্স ৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৯৫৪ পয়েন্টে। লেনদেন হওয়া ৫৮ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ১২ টির, দর বেড়েছে ৪০ টির আর অপরিবর্তিত অবস্থায় রয়েছে ৬ টির দর।

আজকের বাজার/মিথিলা