ফের চীন ও রাশিয়ার মধ্যে বিমান রুট চালু

ফের চীন ও রাশিয়ার মধ্যে বুধবার (৪ জুলাই) থেকে একটি আন্তর্জাতিক বিমান রুট চালু করা হয়েছে। খবর বাসস’র।

চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হেইলংঝিয়াং প্রদেশের রাজধানী হারবিন ও রাশিয়ার উরাল অঞ্চলের শেলিয়াবিনস্ক এবং মস্কোর মধ্যে এই রুটে বিমান চলাচল করবে।

হেইলংঝিয়াং এর প্রাদেশিক সরকার এ কথা জানায়।

উরাল এয়ারলাইন্স ও হারবিন ট্যুর অপারেটরের ৩২০ মডেলের এয়ারবাস প্রতি বুধবার এই রুটে চলাচল করবে। এর যাত্রী ধারণ ক্ষমতা ১৬৪ জন। মূলত পর্যটক ও ব্যবসায়ীদের এই রুটে প্রাধান্য দেয়া হবে।

উল্লেখ্য, উরাল এয়ারলাইন্স হেইলংঝিয়াং ও হারবিনের মধ্যে ২০১১ সালের অক্টোবরে বিমান চলাচল শুরু হয়েছিল। কিন্তু পরে তা বন্ধ হয়ে যায়।