ফের যাত্রী সংকটে হজফ্লাইট বাতিল

ফের যাত্রী সংকটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১০৬৭ হজফ্লাইটটি বাতিল করা হয়েছে।

শনিবার (৪ আগস্ট) বিকাল ৫টা ৫ মিনিটে সৌদি আরবের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ার কথা ছিল।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমানের মুখপাত্র শাকিল মেরাজ এ হজফ্লাইট বাতিলের জন্য সরাসরি হজ এজেন্সিগুলোকে দায়ী করেছেন।

তিনি বলেন, আজ পর্যন্ত মোট ১১টি হজফ্লাইট যাত্রী না পাওয়ায় বাতিল করা হয়েছে। আমরা প্রতিদিন প্রতিটি এজেন্সিকে হজ আপডেট জানিয়ে দেই। একইসঙ্গে তাদের বার বার টিকিট নিশ্চিত করার কথা বলা হচ্ছে। হজ এজেন্সিগুলো যথাসময়ে টিকিট না কেনায় একের পর এক ফ্লাইট বাতিল করতে হচ্ছে। অথচ এসব এজেন্সিকে বারবার তাগাদা দেয়া হচ্ছিল।

এ ফ্লাইট বাতিলের কারণে এখন পর্যন্ত বিমানের ৪ হাজার ক্যাপাসিটি লস (যাত্রী পাঠাতে না পেরে আসন নষ্ট) হয়েছে বলে তথ্য দেন তিনি।

তিনি আরও বলেন, শনিবার থেকে ৭ আগস্ট পর্যন্ত জেদ্দা ও মদিনায় আরও ৬টি ফ্লাইট যাত্রী সংকটে বাতিলের সম্ভাবনা দেখা দিয়েছে।

এজেন্সিগুলো দ্রুত এগিয়ে না এলে সংশ্লিষ্ট হজযাত্রীরা বিপদে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করছেন বিমানের এ মুখপাত্র।

এর আগে পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় গত ২৭ জুলাই দুটি, ৩১ জুলাই একটি, ১ আগস্ট দুটি, ৩ আগস্ট দুটি ও ৪ আগস্ট একটি হজ ফ্লাইট বাতিল ঘোষণা করেছিলেন বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ।

অর্থাৎ এ নিয়ে গত ২৭ জুলাই থেকে আজ শনিবার পর্যন্ত বিমানের ১১টি হজের বিশেষ ফ্লাইট বাতিল করা হল।

আজকের বাজার/একেএ