ফের রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ফের রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট’র।

যুক্তরাষ্ট্রে চালানো সাইবার হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোমবার (১১ জুন) দেশটির অর্থ মন্ত্রণালয় পাঁচটি রুশ কোম্পানি ও ব্যবসায়ীর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

সাউথ চায়না মর্নিং পোস্ট’র খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, পাঁচটি রুশ সংস্থা ও সংস্থাগুলোর তিন নির্বাহী কর্মীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গত বছর পাস হওয়া এক আইনের অধীনে এই নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।

ওই আইন অনুসারে, যুক্তরাষ্ট্রের কম্পিউটার সিস্টেমে হ্যাক করার প্রচেষ্টার সঙ্গে জড়িত সকলের ওপর নিষেধাজ্ঞা জারি করা যাবে।

উল্লেখ্য, নিষেধাজ্ঞা আরোপের কারণে নিষেধাজ্ঞা আরোপিত ব্যক্তি ও সংস্থাগুলোর সঙ্গে কোন মার্কিন সংস্থা বা ব্যক্তি কোন প্রকারের ব্যবসায়ী লেনদেন করতে পারবে না। পাশাপাশি যুক্তরাষ্ট্রে থাকা তাদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে নেয়া হবে।

আজকের বাজার/একেএ