রোহিঙ্গাদের সহযোগিতায় ৫ কোটি ডলার দিবে যুক্তরাষ্ট্র

ফাইল ছবি

আবারও রোহিঙ্গাদের সহযোগিতায় ৫ কোটি ডলার সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার কানাডার টরেন্টোতে চলমান জি-সেভেন মন্ত্রী পর্যায়ের বৈঠকে এই ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী জন সুলিভান।

তিনি জানান, এই তহবিল বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সুরক্ষা, জরুরি আশ্রয়, পানি, পয়োনিষ্কাশন, স্বাস্থসেবা ও মানবিক সহায়তায় ব্যয় করা হবে। এছাড়া এই অর্থ আসন্ন বর্ষা মৌসুমে দুর্যোগ মোকাবিলার কাজে ব্যয় করা হবে।

২০১৭ সালের আগস্টের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশ ও মিয়ানমারকে দেয়া যুক্তরাষ্ট্রের সহযোগিতার পরিমাণ ১৬ কোটি ৩০ লাখ ডলারে দাঁড়িয়েছে।

গত বছরের আগস্ট থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার শিকার হয়ে প্রায় সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

আজকের বাজার/আরজেড