ফেসবুকের ছবিতে স্বপ্নপূরণ!

অন্য দশ জনের মতোই বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখেছিলেন আফগান নারী জাহানতাব আহমদি। অর্থই তার স্বপ্ন পূরণের বাধাঁ।অভাবের সংসারে দু বেলা খাবার সংগ্রহ করায় যেখানে কঠিন সেখানে স্বপ্ন যে স্বপ্নই থেকে যায়।

সংসার বলতে অশিক্ষিত স্বামী আর পাঁচ বছরেরও কমবয়সি তিন মেয়ে।সংসারে অভাব থাকা শর্তেও স্বপ্ন পূরণ করতে চায় জাহানতাব।

স্বপ্ন পূরণ করতেই তিনি মেয়েকে কোলে নিয়ে এসেছিলেন নিলি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে। কে জানত, ফেসবুকের সৌজন্যে তার স্বপ্নপূরণ হবে।

দু’মাসের ছোট্ট মেয়েকে নিয়ে মেঝেয় বসে পরীক্ষা দিচ্ছিলেন এই আফগান নারী।ছবিটি  ফেসবুকে পোস্ট করে দেন এক শিক্ষক। আরও অনেকের মতো সেটা চোখে পড়ে যায় জাহরা ইয়াগনার। একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্ত্রী জাহরা দ্রুত দ্বারস্থ হন প্রেসিডেন্ট আসরফ ঘানির অন্যতম উপদেষ্টা ফারখুন্দা জাহরা নাদেরি এবং ভাইস প্রেসিডেন্ট মহম্মদ দানিশের। আশ্বাস মিলতেই যোগাযোগ করেন জাহানতাবের সঙ্গে। এঁদের উদ্যোগেই কাবুলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন জাহানতাব। সেখানে তাঁর পড়ার খরচ জোগাবেন নাদেরি এবং তাঁর পরিবারের কাবুলে থাকার খরচ বহন করার আশ্বাস দিয়েছেন স্বয়ং ভাইস প্রেসিডেন্ট। এঁদের সকলের কথায়, ‘‘জাহানতাব আমাদের অনুপ্রেরণা।’’

আজকের বাজার/আরজেড