ফ্রান্সে কৃষ্ণাঙ্গ যুবককে হত্যার দায়ে পুলিশ অভিযুক্ত

ফ্রান্সে এক কৃষ্ণাঙ্গ যুবককে বেআইনিভাবে গুলি করে হত্যার দায়ে দেশটির এক পুলিশ সদস্যকে অভিযুক্ত করা হয়েছে। খবর এএফপি’র।

ওই পুলিশ সদস্য মঙ্গলবার (৩ জুলাই) সন্ধ্যায় আবুবকর ফোফানা নামের ওই যুবককে গুলি করে হত্যা করে। এ ঘটনাকে কেন্দ্র করে দাঙ্গা চলছে।

এই দাঙ্গার মধ্যদিয়ে ফ্রান্সের সুবিধাবঞ্চিত শহর এলাকায় তরুণদের ওপর পুলিশের দমন-পীড়নের দীর্ঘদিনের অভিযোগের বিষয়টিই আবারও সামনে এলো।

পুলিশ বলছে, ২২ বছর বয়সের ওই যুবককে গ্রেফতারের সময় আত্মরক্ষার জন্য তিনি গুলি চালান। কিন্তু পরে তিনি ভুল করে গুলি চালানোর কথা বলেন।

পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় নানতাসে গাড়ি থামিয়ে আবুবকর ফোফানার গলায় একটি গুলি করে। ওই এলাকাটি সংঘবদ্ধ অপরাধের জন্য চিহ্নিত।

পুলিশ বলেছে, নিহত আবুবকর সন্দেহভাজন মাদকপাচারকারী হিসেবে নজরদারিতে ছিল।

তবে এক প্রত্যক্ষদর্শী জানান, গুলি চালানোর সময় তার গাড়িটি থামানো ছিল।

আজকের বাজার/একেএ