বগুড়ায় মদ ও গাঁজার গাছসহ ভণ্ড সাধু আটক

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের হাটলাল পদ্দপাড়া গ্রামে ২ লিটার চোলাইমদ ও ৪টি গাঁজার গাছসহ ১ ভণ্ড সাধুকে আটক করেছে পুলিশ।

আটককৃতের নাম নিতাই দাস (৫২)। নিতাই দাস একই গ্রামের মৃত বন্ধন দাসের ছেলে।

সোমাবর (৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ওই গ্রাম থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নন্দীগ্রাম থানার উপ-পরির্দশক (এসআই) জিন্নুর রহমান র্ফোস নিয়ে উপজেলার সদর ইউনিয়নের হাটলাল পদ্দপাড়া গ্রামে অভিযান চালিয়ে দুই লিটার চোলাইমদ ও চারটি গাঁজার গাছসহ তাকে গ্রেফতার করে।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, গোপন খবরে হাটলাল পদ্দপাড়া গ্রামে অভিযান চালিয়ে ভন্ড সাধু বাবা নিতাই দাসের বাড়ির পার্শ্বে থেকে ১০ফিট লম্বা চারটি গাঁজার গাছ ও দুই লিটার চোলাই মদসহ তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান গ্রেফতারকৃত নিতাইয়ের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আজকের বাজার/একেএ