বগুড়ায় মুজিববর্ষে ১২টি পরিবার মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন

মুজিবর্ষ উপলক্ষে বগুড়ায় পুলিশের বিভাগের দেয়া গৃহ পাচ্ছেন হত দরিদ্র ১২ টি পরিবার। এদের মধ্যের রয়েছেন, বগুড়া সদরের ঝিয়ের কাজকরা, শিবগঞ্জ উপজেলায় গৃহীনি,সোনতলায় ভিক্ষুক, গাবতলীতে অন্যের বাড়িতে কাজ করে,সারিয়াকান্দিতে গৃহীনি, আদমদীঘিতে ভিক্ষাবৃত্তি, দুপচাঁচিয়ায় ভিক্ষুক, কাহালুতে ভিক্ষুক, নন্দীগ্রামে নাপিত, শেরপুরে গৃহীনি, ধুনটে ভূমিহীন কৃষক ও শাজাহানপুরে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহীকারী।

বগুড়ার সোনাতলা উপজেলার বিধাব ভিক্ষুক আশ্রয়হীন জামিলা বেওয়ার পুলিশের দেয়া ঘর পাওয়ার কথা শুনে আবেগে আপ্লুত হয়ে পড়েন। এ ঘর তার কাছে স্বপ্নের মত। ১৫ বছর আগে জামিলার স্বামী মারা গেছে। এখন তার দুই তালক প্রাপ্ত মেয়ে এবং নাতি নিয়ে অসহায় অবস্থায় দিন কাটাতো। অন্যের আশ্রয়ে থাকতেন।
ধুনটের জান্নাতী খাতুনও পুলিশের দেয়া ঘর পাওয়ার খবরে খুব খুশি। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান