বগুড়ায় স্ত্রীর মামলায় উপসহকারী কৃষি কর্মকর্তা বরখাস্ত

বগুড়ার ধুনটে দ্বিতীয় স্ত্রীর মামলায় চাকরি থেকে সাময়িক ভাবে এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

সোমবার (২৩ জুলাই) দুপুরের দিকে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।

ওই কৃষি কর্মকর্তার নাম শাহিনুর রহমান। তিনি উপজেলার রামনগর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

মামলা ও কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, শাহিনুর রহমান ধুনট উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা পদে চাকরি করেন। তিনি উপজেলার নিমগাছি ইউনিয়ন ব্লকের দায়িত্ব পালন করেন।

গত ২০১৭ সালের ২১ জানুয়ারি শাহিনুর রহমান প্রেমের ফাঁদে ফেলে একই এলাকার ঈশ্বরঘাট গ্রামের আজাহার আলীর মেয়ে লিফটি খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর দ্বিতীয় স্ত্রীর কাছে ৫ লাখ টাকা যৌতুকের দাবি করেন তিনি। কিন্ত শাহিনুরের দাবিকৃত টাকা পরিশোধ না করায় ১৩ জুন স্ত্রীকে মারধার করে বাড়ি থেকে তাড়িয়ে দেন।

স্বামীর নির্যাতন সইতে না পেরে লিফটি খাতুন বাবার বাড়িতে আশ্রয় নেন।

এ অবস্থায় ২৬ জুন লিফটি খাতুন বাদী হয়ে শাহিনুর রহমানের বিরুদ্ধে বগুড়া আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ১৭ জুলাই বগুড়া আদালতে জামিনের আবেদন করেন শাহিনুর।

কিন্ত বিচারক জামিনের আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম জানান, সরকারি বিধি অনুযায়ী উদ্ধর্তন কর্মকর্তার আদেশে সোমবার সকালে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা শাহিনুর রহমানকে চাকরি থেকে সাময়িক ভাবে বরখান্ত করা হয়েছে।

আজকের বাজার/একেএ