বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে কুবি মুক্তিযুদ্ধ মঞ্চের শ্রদ্ধা নিবেদন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় কমিটির সাধারণ সম্পাদক মীর শাহাদাত হোসেন এর নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা এ শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে প্রশাসনিক ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের করে পরে বঙ্গবন্ধু ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনা ও কেক কাটেন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা।

বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মোকাদ্দেস-উল-ইসলামের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধু একদিনে তৈরী হয়নি. তিলে তিলে তৈরী হয়েছে। আমাদের সে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে, কাজ করতে হবে। সোনালী অতীত ইতিহাসকে সোনালী বাস্তবে পরিণত করতে হবে। ১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিুবর রহমান। কালক্রমে তাঁর হাত ধরেই বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নেয় বাংলাদেশ। বঙ্গবন্ধু এমন এক মানুষ ছিলেন যিনি বন্ধুর জন্য জেলে গিয়েছিলেন, জীবনের প্রত্যেকটা সময় তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে কুবি প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিলেও নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে সেই আয়োজন সীমিত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি মো. রশিদুল ইসলাম শেখ, সাধারণ সম্পাদক ড. স্বপন চন্দ্র মজুমদারসহ বিভিন্ন অনুষদের ডিন, সভাপতি, হল প্রাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। এদিকে মুজিব শতবর্ষ উপলক্ষে কেক কাটা, দোয়া মাহফিল এবং এতিমদের মাঝে খাবার বিতরণ করে শাখা ছাত্রলীগ।

মীর শাহাদাত, কুমিল্লা বিশ্ববিদ্যালয়