বঙ্গবন্ধুর জীবনী নিয়ে কাজ করার আহ্বান

আগামী প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে তাঁর জীবনী নিয়ে কাজ করার আহবান জানিয়েছেন বঙ্গবন্ধুর নাতি রেদোয়ান মুজিব সিদ্দিক।

শনিবার সকালে অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে শিশুদের জন্য লেখা ‘মুজিব গ্রাফিক নভেল’ বইয়ের চতুর্থ খন্ডের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।

বঙ্গবন্ধুর আত্মজীবনীর নানা ঘটনাবলি শিশুদের জন্য কমিক আকারে প্রকাশ করা হয়েছে এ বইটিতে। দিল্লি অভিযান নিয়ে লেখা এ খন্ডে বন্ধুদের সাথে বঙ্গবন্ধুর নানা দুষ্টুমি আর মজার কিছু ঘটনা তুলে ধরা হয়েছে। একইসঙ্গে তাঁর আত্মজীবনী লেখার প্রেক্ষাপট, জন্ম ও শৈশব, স্কুল ও শিক্ষা জীবনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডের প্রত্যক্ষ অভিজ্ঞতার বর্ণনা তুলে ধরা হয়েছে বইটিতে।

আজকের বাজার : আরএম/১৭ ফেব্রুয়ারি ২০১৮