বঙ্গবন্ধুর নাম এখন আর কেউ মুছে ফেলতে পারবে না : জয়

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ৭৫-এর পর অনেকেই বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার ষড়যন্ত্র করেছে। এখন আর কেউ বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে পারবে না। আমরা বঙ্গবন্ধুর নাম মহাকাশে পাঠিয়ে দিয়েছি।

মঙ্গলবার  (৩১ জুলাই) সকালে রাজধানীর বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টার থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১-এর গাজীপুরের প্রাইমারি গ্রাউন্ড স্টেশন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ প্রমুখ।

সজীব ওয়াজেদ বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট উদ্বোধনের উদ্দেশ্য হল- বাংলাদেশের মানুষের জন্য সারা বিশ্বকে জানার সুযোগ করে দেয়া।

জয় বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে দুর্নীতিতে দেশ চ্যাম্পিয়ন হয়েছিল। সন্ত্রাস-জঙ্গিবাদে দেশ ছেয়ে গিয়েছিল। কিন্তু আমরা ক্ষমতায় এসে সেই অবস্থা থেকে উত্তরণ করেছি। দক্ষিণ এশিয়ায় আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি। স্যাটেলাইট উৎক্ষেপণকারী ৫৭তম দেশ হিসেবে আবার মাথা উঁচু করে দাঁড়ালাম। এটি আমাদের জন্য গর্বের বিষয়।

আজকের বাজার/এমএইচ