বঙ্গবন্ধুৃর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৪৩ ফুট দৈর্ঘ্যের ছবি আঁঙ্কন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ চারুশিল্পী সংসদের উদ্যোগে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ প্রতিকৃতি আঁকা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের মিলন চত্বর সংলগ্ন স্থানে বিশাল মঞ্চের ওপর স্থাপিত প্রতিকৃতিটি লম্বায় (উঁচু) ৪৩ ফুট। প্রস্থে ৩৪ ফুট।

মঙ্গলবার (১৪ আগস্ট) প্রতিকৃতিটি উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

চারশিল্পী সংসদের সভাপতি জামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, ভাস্কর রবিউল হোসেন, বরেণ্য চিত্রশিল্পী হাশেম খান, কামাল পাশা প্রমুখ।

দেড়শ’র বেশি শিল্পী বঙ্গবন্ধুর এ প্রতিকৃতি তৈরিতে কাজ করেছেন। ঢাবির টিএসসি অডিটোরিয়াম ও সুইমিং পুল এলাকায় আগস্টের ১ তারিখ থেকে বিশাল এ কর্মযজ্ঞ শুরু হয়। শেষ হয় ১৩ আগস্ট।

বঙ্গবন্ধুর ৪৩তম জন্মদিন উপলক্ষে প্রতিকৃতির দৈর্ঘ্য নির্ধারণ করা হয়েছে ৪৩ ফুট।

উদ্বোধনের পর বাণিজ্যমন্ত্রী নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, শিল্পীদের আঁকা বিশাল এ ছবির মঞ্চে বসতে গিয়ে আমার মনে হয়েছে ১৯৭১ সালের উত্তাল সময়ের কোনো এক জনসভায় বঙ্গবন্ধুর সামনে মঞ্চে বসে আছি।

আজকের বাজার/এমএইচ