‘বন্দুকযুদ্ধে’ পাবনায় মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ

পাবনা সদরের ছাতিয়ানী পশ্চিমপাড়া মহল্লায় মেডিকেল কলেজ পুরাতন হোস্টেলের পিছনে সোমবার দিবাগত রাত দেড়টায় কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার কথা জানিয়েছে পুলিশ।

গুলিবিদ্ধ আপিল শেখ ওরফে আপেল (৪২) ছাতিয়ানী পশ্চিমপাড়া মহল্লার সমশের শেখের ছেলে।

পুলিশের দাবি, সে মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় মাদকের ৯টি মামলা রয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের ভাষ্য, পুরাতন হোস্টেলের পেছনে মাদক মাদক কেনাবেচা হচ্ছে এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযানে যায়। উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলিবর্ষণ করে।

‘প্রায় ১৫ মিনিট দু’পক্ষের গোলাগুলির এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটে। পরে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে আপেলকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়’, বলেন তিনি।

আপেলের শরীর তল্লাশি করে একটি পিস্তল, একটি ম্যাগজিন, পিস্তলের ৮ রাউন্ড তাজা গুলি, ৪টি শর্টগানের গুলির খোসা, একটি চাকু ও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করার কথা জানিয়ে জেলা পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘বন্দুকযুদ্ধে’ পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।

সূত্র – ইউএনবি