বরিশালে ডেঙ্গু কেড়ে নিল গৃহবধূর প্রাণ

বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পারভীন বেগম নামে এক গৃহবধূ মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত সোয়া ৯টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পারভীন বেগম বানারীপাড়া উপজেলার তেতলা গ্রামের মো. ফায়জুল হকের স্ত্রী।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন জানান, পাঁচদিনের জ্বর নিয়ে শুক্রবার দুপুর দেড়টার দিকে পারভীন বেগমকে তার স্বজনরা হাসপাতালে ভর্তি করেন। ভর্তির সময় তার অবস্থা আশঙ্কাজনক ছিল। পায়খানার সঙ্গে রক্ত যাচ্ছিল। এছাড়া তার রক্তশূন্যতা ও শ্বাসকষ্ট ছিল।

তিনি বলেন, দুপুরে অবস্থা আরো খারাপ হলে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হয়। রাত ৯টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪ জন মারা গেছেন।

আজকের বাজার/এমএইচ