বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য

আগামী নির্বাচনের জন্য বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চান।

শুক্রবার (২৯ জুন) রাজধানীর ব্রিটিশ হাইকমিশনার আবাসিক কার্যালয়ে যুক্তরাজ্যের বিদেশ ও কমনওয়েলথভূক্ত এশিয়া অ্যান্ড পেসিফিক বিষয়ক এ প্রতিমন্ত্রী গণমাধ্যমের একটি ছোট প্রতিনিধিদের সাথে আলোচনাকালে একথা বলেন।

মার্ক ফিল্ড বলেন, বাংলাদেশ ও রাজনৈতিক দলগুলোর স্বার্থেই বাংলাদেশের আইন অনুযায়ী অংশগ্রহণমূলক নির্বাচন হওয়া প্রয়োজন।

তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশের জনগণ ভোটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে।

এসময় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও পরিবর্তনের ভূয়সী প্রশংসা করে ব্রিটিশ এ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সাথে তাদের অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় করতে চায় যুক্তরাজ্য। তিনি বলেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কিভাবে আরো শক্তিশালী করা যায় সে ব্যাপারে আলোচনা করবেন তিনি।

অালোচনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে লিঙ্গ সমতা বিষয়ক যুক্তরাজ্যের বিশেষ দূত জোয়ানা রোপার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রোহিঙ্গা পরিস্থিতি, বাণিজ্য ও দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনার জন্য তিন দিনের সফরে শুক্রবার ঢাকায় এসে পৌঁছেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ কার্যালয়ের এশিয়া ও প্রশান্ত অঞ্চল বিষয়ক এ প্রতিমন্ত্রী।

আজকের বাজার/এমএইচ