বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে ‘গভীর অংশীদারিত্ব’র বন্ধন রয়েছে: বার্নিকাট

ক্রমবর্ধমান বন্ধুত্বের সঙ্গে প্রসারিত সম্পর্ক বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘গভীর অংশীদারিত্ব’র সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

বুধবার (১১ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বার্নিকাট বলেন, আমাদের মধ্যে পারস্পরিক ‘গভীর অংশীদারিত্ব’ রয়েছে। আমরা এ অংশীদারিত্বকে সম্মান জানাই।

বৈঠকের বিষয়ে বার্নিকাট সাংবাদিকদের জানান, এটি নিয়মিত কাজের অংশ। বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে।

বার্নিকাট বলেন, ‌‘দুই দেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে রয়েছে। এই সম্পর্ক অটুট থাকবে। যেমন ছিল গতকাল, তেমনি আগামী দিনেও থাকবে।’

আজকের বাজার/এমএইচ