বাবার পাশে চিরনিদ্রায় শায়িত মহিউদ্দিন চৌধুরী

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় নগরীর চশমা হিলের পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

এর আগে চশমা হিলের কবরস্থানের মসজিদে মহিউদ্দিন চৌধুরীর দ্বিতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। তার প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয় চট্টগ্রামের লালদিঘী ময়দানে। এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রামের সংসদ সদস্যসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার দিবাগত ভোররাতে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বন্দরনগরীর এই প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

সম্প্রতি মহিউদ্দিন চৌধুরী বিদেশে চিকিৎসা নিয়ে দেশে ফিরে আসলে প্রথমে ঢাকায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দুইদিন আগে ঢাকা থেকে চট্টগ্রামে ফেরার পর তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে বৃহস্পতিবার তাকে ম্যাক্স হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়।

আজকের বাজার: এলকে/ ১৫ ডিসেম্বর ২০১৭