বারবার দেশের উন্নয়নে বাধা এসেছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বারবার দেশের উন্নয়নে বাধা এসেছে। স্বাধীনতাবিরোধী অপশক্তি ক্ষমতায় এসে দেশের উন্নয়ন ও সাংস্কৃতিক অগ্রযাত্রার পথে বাধা হয়ে দাড়িয়েছে। আজ বুধবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুরের ধারার রজত জয়ন্তী উৎসবে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,  একটি স্বাধীন দেশ এগিয়ে নিতে ওই দেশের সাংস্কৃতিক অগ্রগতি প্রয়োজন। বাংলাদেশকেও আমরা সেভাবে এগিয়ে নেয়ার চেষ্টা করেছি। তৃণমূল পর্যায়ে সাংস্কৃতিক বিকাশে কাজ করবে সরকার।

তিনি বলেন, রবীন্দ্রনাথ আমাদের জীবনে জড়িত। বাবা (বঙ্গবন্ধু) সবসময় রবীন্দ্রনাথকে আবৃত্তি করতেন। তিনি রবীন্দ্রনাথের সেই গান, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে- মুখে মুখে আওড়াতেন।

শেখ হাসিনা বলেন, দেশ ৪৭ বছর পরে হলেও উন্নয়নশীল দেশের কাতারে এসেছে, এটা আমাদের বড় সাফল্য। ভবিষ্যতে দেশের সংস্কৃতিকে ধরে রেখে আরো উন্নতির দিকে এগিয়ে যাব।

আজকেরবাজার/এস