বিআইএফসির ২২তম এজিএম অনুষ্ঠিত

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের ২২তম বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর মহাখালির রাউয়া কমপ্লেক্সে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের ২২তম এজিএমে শেয়ারহোল্ডারদের জন্য কোন প্রকার লভ্যাংশ ঘোষনা করেনি। এজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতিতে নিয়মিত এজেন্ডা পাশ করা হয়।

তবে এজিএমে কোম্পানিটির চেয়ারম্যান রহুল আমিন শেয়ারহোল্ডারদের উদ্দ্যেশ্য করে বলেন, আপনারা কোন প্রকার মনমালিণ্য হবেন না। আমরা আগামীতে আপনাদের আশা ব্যাঞ্জক একটা লভ্যাংশ দেব এবং আমাদের যে টাকা বিভিন্ন প্রতিষ্টানের মধ্যে ঋণ হিসেবে দেয়া আছে, তা আমরা অতি শীঘ্রই পেয়ে যাব। এছড়া ইতিমধ্যে ১২০ কোটি টাকার মত ঋণ সংগ্রহ করা হয়েছে।

এজিএমে সভাপতিত্ব করেন কোম্পানিটির চেয়ারম্যান মোঃ রুহুল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানিটির পরিচালক জামাল মোহাম্মদ, নিয়াজ আহমেদ, জাহিদুর রহমান জাহিদ, মোহাম্মদ সেলিম এবং বিআইএফসির ব্যবস্থাপনা পরিচালক এম এম মোস্তফা বিলালসহ প্রতিষ্ঠানটির উর্ধতন কর্মকর্তারা।

বিজ্ঞপ্তি/এসএমজেড /