বিএনপিকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম বৈঠক অনুষ্ঠিত

প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠকে বসেছে বিএনপি, জাতীয় ঐক্যপ্রক্রিয়া, জেএসডি ও নাগরিক ঐক্যের সমন্বয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট। আগামী দিনের কর্মপন্থা ঠিক করতে এবং আন্দোলনের কর্মসূচি নির্ধারণ করতে জাতীয় ঐক্যফ্রন্টের দলগুলোর শীর্ষ নেতারা এ বৈঠকে বসেন।

মঙ্গলবার (১৬ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রবের বাসায় এ বৈঠক শুরু হয়।

বৈঠকে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, তানিয়া রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন স্বপন, নাগরিক ঐক্যের সমন্বয়ক শহিদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় কমিটির সদস্য মমিনুল ইসলাম ও ড. জায়েদ প্রমুখ।

গত শনিবার সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারার বাংলাদেশকে বাদ দিয়ে আত্মপ্রকাশ করে জাতীয় ঐক্যফ্রন্ট। এর দুইদিন বাদে আগামী দিনের কর্মপন্থা ঠিক করতে নতুন জোটের নেতারা প্রথমবারের মতো বৈঠকে বসলেন।

আজকের বাজার/এমএইচ