বিএমবিএ’র  নতুন কমিটির চূড়ান্ত তালিকা প্রকাশ   

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) আগামী ২০১৮-১৯ মেয়াদের জন্য নির্বাচিতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

শনিবার,২৩ডিসেম্বর সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন নির্বাহী পরিশোধের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বিএমবিএ সাবেক সভাপতি ও এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ এ হাফিজ।

এ সময় উপস্থিত ছিলেন আরেক সদস্য ইম্পেরিয়াল ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন সিকদার।

চূড়ান্ত তালিকা অনুযায়ী, আগামী ২০১৮-১৯ মেয়াদের নির্বাহী কমিটির সদস্য হচ্ছেন-বিএমএসএল ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিয়াদ মতিন, এএফসি ক্যাপিটালের সিইও মাহবুব হোসেন মজুমদার, সংগঠনটির বর্তমান সম্পাদক ও এমটিবি ক্যাপিটালের সিইও খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ, গ্রীণডেল্টা ক্যাপিটালের সিইও মো. রফিকুল ইসলাম, সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্টের সিইও তাহিদ আহমেদ চৌধুরী, লংকাবাংলার ক্যাপিটাল মার্কেট অপারেশনের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী, মাইডাস ইনভেস্টমেন্টের সিইও মুহাম্মদ হাফিজ উদ্দিন, আইআইডিএফসির সিইও মুহাম্মদ ছালেহ আহমেদ, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সিইও মো. সোহেল রহমান, সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেসের সিইও মো. আবু বকর এবং গ্রামীণ ক্যাপিটাল ম্যানেজমেন্টের সিইও মুহাম্মদ আহসান উল্লাহ।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার গণমাধ্যমকে বলেন, এই কমিটিতে যারা আসছেন- তাঁরা সবাই যোগ্যতাসম্পন্ন লোক। আশা করছি, আগামী দিনে তারা সংগঠনের কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিএমবিএকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

বিএমবিএ’র ২০১৬-১৭ মেয়াদের কমিটির মেয়াদ শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর । নতুন নেতৃত্ব নির্বাচন করার জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছিল বিএমবিএ। কমিশনের দেয়া সময় অনুযায়ী আজ ২৩ ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল। ১১টি পদের বিপরীতে বাড়তি কোনো প্রার্থী না থাকায় কমিশন তাদেরকে চুড়ান্ত বলে ঘোষণা করে। খুব শিগগির এই ১১ জন থেকে সংগঠনটির সভাপতি,দুই জন সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচিত করা হবে।

আজকের বাজার:এসএস/২৩ডিসেম্বর ২০১৭