বিকেল ৫টার মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে কাল থেকে ক্লাস-পরীক্ষা বর্জন

আজ বিকেল ৫টার মধ্যে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি না হলে আগামীকাল সকাল ১০টা থেকে দেশের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি করা হবে বলে ঘোষণা দিয়েছেন কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।

রোববার (১৩ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদেরর আহ্বায়ক হাসান আল মামুন।

সংবাদ সম্মেলন থেকে আন্দোলনকারীরা বলেন, প্রধানমন্ত্রী জাতীয় সংসদে কোটা বাতিরে ঘোষণা দেওয়ার দীর্ষ দিন পার হলেও এখনও প্রজ্ঞাপন না হওয়ায় অামরা হতাশ। আজ বিকেলের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে আগামীকাল থেকে দেশের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি পালন করা হবে।

এর আগে কোটার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রজ্ঞাপন আকারে জারির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল করে আন্দোলনরত ‘সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদ।’

রাসেল/