বিদেশ থেকে বৃটেনে আসা ভ্রমণকারীদের ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক

ভাইরাসজনিত লকডাউন শিথিল করার ব্যাপারে সরকারের ওপর চাপ বৃদ্ধি পাওয়া সত্ত্বেও বৃটেন বিদেশ থেকে আগত প্রায় সব লোকের জন্য ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক ঘোষণা করেছে।
মার্চের শেষ দিক থেকে ঘরে থাকার কড়াকড়ি আরোপের পরেও করোনাভাইরাসে বিশ্বে মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই বৃটেন দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে থাকায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
পার্শ¦বর্তী আয়ারল্যান্ড থেকে আসা লোকদের বাদে দেশের বাইরে থেকে বিমান, সমুদ্রপথ ও ট্রেনে বৃটেনে আসা সকলদের ১৪ দিন ‘সেলফ- আইসোলেট’ মানতে হবে।
সংবাদপত্রের খবরে বলা হয়, ভ্রমণকারীদের দেয়া ঠিকানা অনুযায়ী স্পট চেকের মাধ্যমে এই আইন কার্যকর হবে, আইন অমান্য করলে ১২০০ ডলার পর্যন্ত জরিমানা অথবা তাদের বৃটেন থেকে ফেরত পাঠানো হবে।
রোববার প্রধানমন্ত্রী বরিস জনসনের এই পরিকল্পনা ঘোষণার কথা রয়েছে। বৃটেনে করোনায় ৩১ হাজারের বেশী লোক মারা গেছে।