বিদ্যুতের দাবিতে বিক্ষোভ

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির প্রি-পেমেন্ট মিটারের নামে গ্রাহক হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসি।

সোমবার (১৪ মে) সকালে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি গাজীপুর জেলা শাখার ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভে অংশ গ্রহণ করেন এলাকার কয়েকশ গ্রাহক। তারা ঢাকা-গাজীপুর সড়কের পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর সামনে জড়ো হয়ে এ কর্মসূচি পালন করেন।

ঘণ্টাব্যাপী ওই কর্মসূচি চলাকালে বক্তারা গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার যুবরাজ চন্দ্র পালের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরেন। এছাড়া তারা অবিলম্বে জিএমের অপসারণের দাবি জানান।

আজকের বাজার/আরআইএস