মিশ্র প্রবণতায় লেনদেন শেষ

আজ সোমবারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ কমেছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় প্রায় ১২ শতাংশ লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে সামান্য।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৩৩০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৪৭ কোটি ৯৭ লাখ টাকা কম। রোববার ডিএসইতে ৩৭৮ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ১৩৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৭০টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১ পয়েন্ট কমে ৫ হাজার ৫৫৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৬০ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩০০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে  ২ হাজার ৭৫ পয়েন্টে।

অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৭ কোটি ৯৩ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ১৪৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির শেয়ার দর।

আরএম/