বিধ্বস্ত বিমানে ছিলেন টিভি সাংবাদিক ফয়সাল

নেপালের কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকালে বাংলাদেশি এয়ারলাইন্স ইউএস বাংলার বিধ্বস্ত হওয়া বিমানে ছিলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখীর স্টাফ রিপোর্টার ফয়সাল আহমেদ।

বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

তারা  বলছে, ফ্লাইটের যাত্রীদের তালিকা থেকেই এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বৈশাখী’র হেড অব নিউজ অশোক চৌধুরী গণমাধ্যমকে বলেন, সোমবার থেকে পাঁচ দিনের ছুটি নিয়েছিলেন ফয়সাল আহমেদ। তবে তিনি অফিসকে এই সফরের বিষয়ে কিছু জানাননি। পরে ফ্লাইটের যাত্রী তালিকায় নাম দেখে পাসপোর্ট নম্বর মিলিয়ে তারা বুঝতে পারেন ফয়সাল সেই ফ্লাইটে ছিলেন।

ফয়সাল আহমেদ বৈশাখী’র হয়ে প্রধানমন্ত্রীর বিটের খবর কভার করতেন।

ফয়সালের গ্রামের বাড়ি শরিয়তপুর। বাবা-মা দুজনেই গ্রামের বাড়িতে থাকেন।

ফয়সালের একজন নিকট আত্মীয়ের বরাতে জানা গেছে, তিনি ওই ফ্লাইটেই ছিলেন।

আরএম/