বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়লেন ১৬৯ ভারতীয় শিক্ষার্থী

করোনাভাইরাসজনিত পরিস্থিতেতে বাংলাদেশে অবস্থানরত ১৬৯ জন ভারতীয় শিক্ষার্থী এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন।
মঙ্গলবার দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের শ্রীনগরের উদ্দেশ্যে রওনা করেন তারা।

ভারতীয় হাইকমিশন সূত্রে জানা গেছে, বাংলাদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের পর্যায়ক্রমে সরিয়ে নেয়া হচ্ছে। এ নিয়ে চতুর্থ দফায় বিশেষ ফ্লাইট গেল ভারতে।

এর মধ্যে প্রথম পর্যায়ে এয়ার ইন্ডিয়ার সাতটি ফ্লাইট ভারতীয় নাগরিকদের শ্রীনগর (৮, ১২ ও ১৩ মে), দিল্লী (৯ ও ১১ মে), মুম্বাই (১০ মে) এবং চেন্নাই (১৪ মে) নিয়ে যাওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, গত ৮ মে প্রথম ফ্লাইটে ঢাকার বিভিন্ন মেডিকেল কলেজে আটকে পড়া ১৭০ জন ভারতীয় শিক্ষার্থী শ্রীনগরে ফিরিয়ে নেয়া হয়েছে। আর ৯ মে দ্বিতীয় দফায় ১২৯ জন নাগরিক ভারত গেছেন।

ভারতীয় হাইকমিশন জানায়, ভারত সরকার করোনাভাইরাস মহামারির কারণে বিদেশে আটকে পড়াদের ‘বন্দে ভারত মিশন’ নামক বৃহত্তম প্রত্যাবাসন কার্যক্রমের আওতায় ফিরিয়ে নিচ্ছে।