বুলগেরিয়াকে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড

সোফিয়াতে বুলগেরিয়াকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ড। তবে প্যারিসে ঘরের মাঠে তুরষ্কের সাথে ১-১ গোলে ড্র করে হতাশ করেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।

বুলগেরিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দেবার পরও গ্রুপ-এ’র এখন পর্যন্ত শীর্ষ দল ইংল্যান্ডকে ইউরোর টিকিট পেতে হলে আরো কিছুটা অপেক্ষায় থাকতে হবে। সোফিয়ায় অনুষ্ঠিত কালকের ম্যাচটি অবশ্য ফলাফলকে ছাপিয়ে বর্ণবাদী আচরণের কারণে সমালোচিত হয়েছে। স্বাগতিক দর্শকদের দ্বারা বর্ণবাদের শিকার হয়েছেন ইংলিশ খেলোয়াড়রা। যে কারণে দু’বার খেলাও বন্ধ রাখতে হয়েছিল। এই নিয়ে দ্বিতীয়বারের মত ইংল্যান্ডের কৃষ্ণাঙ্গ খেলোয়াড়রা স্বাগতিক সমর্থকদের বর্ণবাদের শিকার হলেন। এর আগে মার্চে মন্টেনেগ্রোর বিপক্ষে ৫-১ গোলের জয়ের ম্যাচটিতেও একই ঘটনা ঘটেছিল। কালকের ঘটনাটি নিয়ে অবশ্য ইংলিশ ফুটবল এসোসিয়েশন উয়েফার কাছে তদন্তের দাবী জানিয়েছে। জরুরী ভিত্তিতে এই সংক্রান্ত বিষয়ে পদক্ষেপের জন্য তারা ইউরোপের সর্বোচ্চ সংস্থার কাছে অনুরোধ জানিয়েছে।

২৬ বছর বয়সী ডিফেন্ডার টাইরোন মিংসের কাল ইংল্যান্ডের জার্সি গায়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছে। ম্যাচের শুরু থেকেই এই কৃষ্ণাঙ্গ দারুণভাবে বর্ণবাদী আচরণের শিকার হন।

মার্কোস রাশফোর্ড ও রস বার্কলির গোলে ২০ মিনিটে ইংল্যান্ড ব্যবধান দ্বিগুন করার পর প্রথমবারের মত ম্যাচ সাময়িক বন্ধ করে ঘোষণা দেয়া হয় এই ধরনের ঘটনা ঘটতে থাকলে ম্যাচ বন্ধ করে দিতে বাধ্য হবে কর্তৃপক্ষ। এরপর ম্যাচ শুরুর সাথে সাথে ৩২ মিনিটে বার্কলি নিজের দ্বিতীয় গোল করার পর দ্বিতীয়বার ম্যাচটি বন্ধ হয়ে যায়। এ সময় ক্রোয়েশিয়ান রেফারি ইভান বেবেক উভয় দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সাথে আলোচনা করে ম্যাচটি চালিয়ে যাবার সিদ্ধান্ত নেন।

রাহিম স্টার্লিং বিরতির ঠিক আগে ও বিরতির পর পরপর দু’টি গোল করে ব্যবধান ৫-০ নিয়ে যান। ম্যাচ শেষের পাঁচ মিনিট আগে দলের হয়ে ষষ্ঠ গোলটি করেছে হ্যারি কেন।

বাছাইপর্বের ৬টি ম্যাচে এই নিয়ে গ্যারেথ সাউথগেটের দল সর্বমোট ২৬টি গোল করলো। তৃতীয় স্থানে থাকা কসভোর থেকে চার পয়েন্ট এগিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। হাতে রয়েছে আরো দু’টি ম্যাচ।

এদিকে গ্রুপের অপর ম্যাচে কাল মন্টেনেগ্রোকে ২-০ গোলে পরাজিত করেছে কসভো। এর অর্থ হচ্ছে হাতে থাকা দুই ম্যাচের একটিতে জয়ী হতে পারলেই চূড়ান্ত পর্বের টিকিট পাবে ইংলিশরা।

আজকের বাজার/লুৎফর রহমান