বৃহস্পতিবার এসএসসি পরীক্ষা, পরীক্ষার্থী ২০ লাখ

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামীকাল ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। এ পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ জন পরীক্ষার্থী। সাধারণ, মাদরাসা ও কারিগরি মিলিয়ে মোট ১০টি শিক্ষা বোর্ডের অধীনে ৩ হাজার ৪১২টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০ টা থেকে এ পরীক্ষা শুরু হবে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বুধবার ৩১ জানুয়ারি সচিবালয়ের নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান, এবার মোট প্রতিষ্ঠানের সংখ্যা ২৮ হাজার ৫৫১ টি। গত বছরের তুলনায় এবার শিক্ষার্থী বেড়েছে ২ লাখ ৪৫ হাজার ২৮৬ জন।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, বৃহস্পতিবার থেকে সকাল ১০টায় একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সব প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে। প্রশ্নফাঁস রোধে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।
পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষার হলে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
আজকের বাজার : আরএম/সালি, ৩১ জানুয়ারি ২০১৮