বেতন-ভাতা না দিয়ে যমুনানিউজ টোয়েন্টিফোর বন্ধ করায় ডিআরইউ’র উদ্বেগ

সাংবাদিকদের বেতন ভাতাদি পরিশোধ না করে ঈদুল আজহার পূর্ব মুহূর্তে অনলাইন নিউজ পোর্টাল যমুনানিউজ টোয়েন্টিফোর ডটকম বন্ধ করে দেওয়ায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ।

সাংবাদিকদের বেতনাদি পরিশোধ না করে বিনা নোটিশে অফিস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তকে গণমাধ্যমবিরোধী ও শ্রম আইন পরিপন্থী উল্লেখ করে সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী বিবৃতে নিউজ পোর্টালটির কর্তৃপক্ষকে এ ধরণের পদক্ষেপ থেকে সরে আসার আহ্বান জানান। একইসঙ্গে প্রতিষ্ঠানটি খুলে দিয়ে অর্ধ শতাধিক সাংবাদিক কর্মচারিকে কাজ করার পরিবেশ করে দেওয়ার দাবি জানান।

মঙ্গলবার ২৯ আগস্ট সংগঠনটির সাংগঠনিক সম্পাদক জিলানী মিল্টন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

প্রসঙ্গত, গত ১৩ আগস্ট সাংবাদিকদের বেতন ভাতাদি পরিশোধ না করেই বিনা নোটিশে অফিসে তালা ঝুলিয়ে দেয় যমুনিনিউজ টোয়েন্টিফোর ডটকম কর্তৃপক্ষ। এতে ডিআরইউ’র কার্যনির্বাহী কমিটির একজন কর্মকর্তাসহ প্রায় অর্ধশতাধিক সাংবাদিকের মানবেতর জীবন যাপনের দিকে ঠেলে দেওয়া হয়েছে।