বেনাপোলে ২ কেজি সোনাসহ ভারতগামী যাত্রী আটক

বেনাপোল চেকপোস্ট দিয়ে শুক্রবার রাতে ভারতে অভিনব কায়দায় সোনা পাচার করতে গিয়ে এক পাসপোট যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা। এসময় তার ব্যাগ তল্লাশি করে মাটির সাথে মিশানো ১ কেজি ৭০০ গ্রাম ওজনের সোনার গুড়া জব্ধ করা হয়।

আটক আলমগীর হোসেন (৪২) নোয়াখালীর চাটখিল থানার মো. ইব্রাহিম খলিলের ছেলে।

বেনাপোল কাস্টমস- এর কমিশনার বেলাল হোসেন চৌধুরী জানান, আটক যাত্রী বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় তার গতিবিধি সন্দেহ হয়। এসময় কাস্টমস কর্মকর্তারা তার ব্যাগ স্ক্যান করে একটি প্যাকেটে মাটির সাথে সোনার গুড়া দেখতে পান।

তিনি বলেন, সোনার গুড়াগুলো মাটির সাথে মিশিয়ে রং পরিবর্তন করা হয়। স্থানীয়ভাবে কয়েক দফা পরীক্ষা নিরীক্ষা করেও সোনার অস্তিত্ব নিশ্চিত হতে না পারায় যশোর জেলা শহর নিয়ে রাত ১০টা পর্যন্ত ল্যাবরেটরিতে পরীক্ষা-নিরীক্ষার পর স্বর্ণ বলে নিশ্চিত হওয়া যায়।

জব্দ হওয়া সোনার বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা বলে কাস্টমস সুত্র জানায়।

বেনাপোল কাস্টমস কমিশনার আরও বলেন, স্বর্ণের বার মেশিনে গুড়া করে মাটি রং মিশিয়ে দানাদার করে তা অভিনব কৌশলে ভারতে পাচার করা হচ্ছিল।

আটক ব্যক্তির বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ কার হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়।

আজকের বাজার/এমএইচ