বেনাপোলে ১ ডজন স্বর্ণের বার জব্দ

যশোরের বেনাপোল থেকে ভারতে পাচারের সময় ১ ডজন স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার সকালে বেনাপোলের পুটখালি সীমান্তের খলসী বটতলা ইটভাটা এলাকা থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারিকুল হাকিম জানান, ভারতে সোনা পাচারের খবরে বিজিবির একটি দল ঘটনাস্থলে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটকের চেষ্টা করলে তিনি একটি ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ওই ব্যাগে তল্লাশি চালিয়ে ১২টি স্বর্ণের বার পাওয়া যায়।

সোনার বারগুলোর ওজন এক কেজি চারশ গ্রাম এবং বাজারমূল্য আনুমানিক ৫৮ লাখ ৮০ হাজার টাকা বলে বিজিবির এ কর্মকর্তা জানান।

উদ্ধারকৃত স্বর্ণ বেনাপোল শুল্কভবনে জমা দেওয়া হয়েছে বলে পুটখালী ক্যাম্পের সুবেদার ওমর ফারুক জানিয়েছেন।

আজকের বাজার/একেএ