বেনাপোল সীমান্তে ৭০ লাখ টাকার স্বর্ণ জব্দ!

যশোরের বেনাপোল সীমান্ত থেকে প্রায় চার কেজি ওজনের ৩৪ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য ৭০ লাখ ছাড়াবে বলে জানা যায়।

শুক্রবার সকালে বেনাপোল কাচা বাজার এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় স্বর্ণের এ বারগুলো উদ্ধার করে বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, শুক্রবার সকালে বেনাপোল কাচা বাজার এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায়জব্দ করা হয় ৩কেজি ৯শ ৬০গ্রাম ওজনের ৩৪টি সোনার বার। যার মূল্য এক কোটি ৭০লাখ ২৪হাজার টাকা। তবে এসময় পাচারকারীকে আটক করেতে পারেনি তারা।

উল্লেখ্য, ৩দিনের ব্যাবধানে ৩টি সোনার চালান এবং ডলার ও হুন্ডির ৩টি চালান আটক করেন তারা। সীমান্তে নজরদারী বাড়ানোর কারণে একের পর চালান আটক হচ্ছে বলে দাবী বিজিবি কর্মকর্তার।

তবে সীমান্ত এলাকার মানুষেরা জানান প্রকৃত রাঘব-বোয়ালরা ধরা ছোয়ার বাইরে থাকায় বন্ধ হচ্চেনা এসব পাচার।

আজবের বাজার/ এমএইচ