বেসিস’র ওয়েবসাইট হ্যাকড

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ওয়েবসাইটটি হ্যাক করেছে গ্রে হ্যাট টিনেজারস নামের একটি হ্যাকার গ্রুপ।

শনিবার (২৬ মে) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বেসিসের ওয়েবসাইটটি হ্যাকড অবস্থায় দেখা যায়।

তবে কেন হ্যাক করা হয়েছে সে বিষয়ে কোনো কিছু উল্লেখ করেনি হ্যাকার গ্রুপটি।

নাম প্রকাশে অনিচ্ছুক বেসিসের একজন কর্মকর্তা বলেন, সকালে সাইটটি আধা ঘন্টার জন্য হ্যাক করা হয়েছিল। আমরা ধারণা করছি মিয়ানমারের হ্যাকাররা হ্যাক করে থাকতে পারে। তবে সে বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি।

বেসিসের ওয়েবসাইটটি বিকেল ৪টা পর্যন্ত হ্যাক অবস্থায় দেখা গেলেও ওই কর্মকর্তা দাবি করে বলেন সাইটটি মেইন্টেইন করার কাজ চলছে।

আজকের বাজার/একেএ