বেড়েছে সূচক ও লেনদেন

মঙ্গলবার ২জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আগের দিনের চেয়ে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

মঙ্গলবার ডিএসইতে মোট ৬০৬ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ২৩২ কোটি ৫৯ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৭৪ কোটি ৩০ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয়া ৩৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের  মধ্যে দর বেড়েছে ১৮৯টির, কমেছে ১০০টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭৯ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে , চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৭ কোটি ৩২ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৪৩৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির শেয়ার দর।

আজকের বাজার:এসএস/২জানুয়ারি ২০১৮