ব্যবসার পরিধি বাড়াবে সিটি ব্যাংক

পুঁজিবাাঁরের তালিকাভুক্ত বেসরকারি খাতের প্রতিষ্ঠান সিটি ব্যাংক লিমিটেড পুঁজিবাজারে কার্যক্রমের পরিধি আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এই উদ্দেশ্যে দুইটি সহযোগী কোম্পানি গঠনের সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি। সিটি ব্যাংক এএমসি ও সিটি ব্যাংক অল্টারনেটিভ ফান্ড ম্যানেজমেন্ট লিমিটেড নামের দুইটি সহযোগী প্রতিষ্ঠান সম্পদ ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালনা করবে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, সম্প্রতি অনুষ্ঠিত সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রতিষ্ঠান দুইটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা তথা বাংলাদেশ ব্যাংক ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের  অনুমতি পেলেই কেবল এই কোম্পানি কার্যক্রম শুরু করতে পারবে।

প্রসঙ্গত, বর্তমানে সিটি ব্যাংকের দুইটি সহযোগী প্রতিষ্ঠান পুঁজিবাজারে ব্যবসা পরিচালনা করছে। প্রতিষ্ঠান দুইটি হচ্ছে- সিটি ব্রোকারেজ লিমিটেড এবং সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড। প্রথম প্রতিষ্ঠানটি ব্রোকারেজ সেবা দিয়ে থাকে, দ্বিতীয় প্রতিষ্ঠানটি মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে।

আজকের বাজার: আরআর/ ২৮ মে ২০১৭